ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

কালীগঞ্জের বসন্তপুর নৌ বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের পরিদর্শন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ১৬ জুলাই ২০২৪

কালীগঞ্জের বসন্তপুর নৌ বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের পরিদর্শন

ছবি : মেসেঞ্জার

সাতক্ষীরা কালীগঞ্জের বসন্তপুর নৌবন্দর পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর নদী বন্দরেে অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতির বিষয়ে পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর ও ভুমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর ও পরিবহন বিভাগ বিআইডব্লিউটিএর পরিচালক সাইফুল ইসলাম। প্রকৌশলী বিভাগের অতিরিক্ত প্রকৌশলী সাজেদুর রহমান।

নৌ-সওজ বিভাগের যুগ্ম পরিচালক ছানোয়ার হোসেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপাংকর দাশ। বিআইডব্লিটি টিএর সহকারী পরিচালক এহসান আহমেদ খান। বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন। তালা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সোহাগ রানা।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান ২০২৩ সালের ১৩ ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সারকিটহাউজ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

১৯৬৫ সালের আগ পর্যন্ত চালু থাকা এ বন্দরের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বন্দরটি দ্রুত চালু করা হবে।

মেসেঞ্জার/আসাদ্দুজামান/তারেক

×
Nagad