ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

রংপুর ব্যুরো 

প্রকাশিত: ১০:০৫, ১৭ জুলাই ২০২৪

রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ছবি : সংগৃহীত

পুলিশ, ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রেক্ষিতে রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টায়িএই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশণা দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ভুথ পরিস্থিতিতে রাতে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ১০৬ তম জরুরী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য হাসিবুর রশিদ। সভায় বিশ্ববিদ্যালয় অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং আগামীকাল মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর ১২ টার মধ্যেই হলের সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এই সময়ের মধ্যে কোন ক্লাস পরীক্ষা হবে না। পরবতীতে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলববৎ থাকবে।
 

মেসেঞ্জার/মান্নান/আজিজ

×
Nagad