ছবি : মেসেঞ্জার
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৭জুলাই) রাতের কোনো এক সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত আরিফ হোসেন উপজেলার মাঝগ্ৰাম এলাকার মোঃ আবু তাহেরের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানান, এলাকাবাসীর খবরে জানতে পারি উপজেলার বনপাড়া পৌর পশ্চিম মালিপাড়া গ্রামের মোঃ বাবুল মিয়াজীর জমিতে বৈদ্যুতিক খুঁটির পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর তথ্য মতে এবং আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিদ্যুতের খুঁটি থেকে রাতে যে কোনো সময় ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে উঠলে বৈদ্যুতিক সর্ট সার্কিটে খুঁটি থেকে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। সকালে এলাকাবাসী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়।
তবে পুলিশ তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ শনাক্ত করার চেষ্টা করছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মেসেঞ্জার/আরিফুল/আজিজ