ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ব্রাহ্মণবাড়িয়ায় কোটাবিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩৮, ১৭ জুলাই ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কোটাবিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

ছবি : ডেইলি মেসেঞ্জার

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়  উত্তেজনা বিরাজ করছে। বুধবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে যায় ছাত্রলীগ ও কোটা আন্দোলন কারীরা। 

সারাদেশে কোটা আন্দোলন কারীদের উপর হামলার প্রতিবাদে সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সভা করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এসময় সভাস্থলে অবস্থান নেয় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। 

এসময় তারা আন্দোলন কারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান। এ সময় সভাস্থলের আশপাশ এলাকায় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পরে। এর কিছুক্ষন পর শহরের কাউতলী এলাকায়  আন্দোলন কারীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি স্টেডিয়াম এলাকায় আসার পর ছাত্রলীগের কর্মীরা তাদের বাধা দেয়। এতে আন্দোলকারীরা বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পালটা ধাওয়া হয়। 

এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিন’সহ উভয়পক্ষের বেশকয়েকজন আহত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা হাতে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

মেসেঞ্জার/সজিব

×
Nagad