ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সরাইলে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ২০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ১৭ জুলাই ২০২৪

সরাইলে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ২০

ছবিঃ মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকালে উপজেলা সদরের অন্নদা স্কুল মোড়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল উপজেলা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করে।

এ সময় বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সরাইল অন্নদা মোড়ের দিকে আসলে অন্নদা মোড়ে পুলিশি বাঁধার মুখে পড়ে। এ সময় অন্নদার মোড়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ পালন করার ঘোষনা দেয়।

সমাবেশ চলাকালে পূর্বদিক থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি-সোঠা নিয়ে সমাবেশ পালনকারী শিক্ষার্থীদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। ঘন্টাব্যপি সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়। 

এ ব্যপারে সরাইল হাসপাতালের প্রধান ডাক্তার নোমান মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় সরাইল সার্কেলের এএসপি রাকিবুল হাসান ও সরাইল থানার অফিসার ইনজার্চ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামসহ ৬/৭ জন আহত হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষে আমিসহ ৭/৮ জন পুলিশ আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

মেসেঞ্জার/রিমন/তারেক