ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ছাত্রলীগ কর্মী নিহতের স্মরণে টাঙ্গাইল গায়েবানা জানাজা

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০৯, ১৭ জুলাই ২০২৪

ছাত্রলীগ কর্মী নিহতের স্মরণে টাঙ্গাইল গায়েবানা জানাজা

ছবি : ডেইলি মেসেঞ্জার

কোটা আন্দোলনকারীদের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে গায়েবানা জানাজা আদায় করেছে টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

বুধবার (১৭ জুলাই) বিকেল  সাড়ে ৫টার দিকে শহরের নিরালা মোড়ে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় শহরের পাড়দিঘুলিয়া মসজিদের ইমার নাসির উদ্দিন জানাজা নামাজের ইমামতি করেন। 

এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতিসহ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মেসেঞ্জার/মোস্তফা/সজিব