ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

রংপুরে নিরাপত্তার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রংপুর ব্যুরো 

প্রকাশিত: ১৪:৩৩, ১৮ জুলাই ২০২৪

রংপুরে নিরাপত্তার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

চলমান কোটা সংষ্কার আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলা ক্যামেরা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে রংপুরের সাংবাদিকরা।  

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১ টায় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ। সাংবাদিক সমাজের আহবায়ক প্রবীন সাংবাদিক আবুদ সাহেদ মন্টুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী।

এতে আরও বক্তব্য রাখেন ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক ইভান চৌধুরী, রিপোর্টসা ক্লাব রংপুরের দপ্তর সম্পাদক জিএম জয়, সাংবাদিক মাহফুজুর রহমান পৃন্সসহ নেতৃবৃন্দ। ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে ১ মিনিট প্রতীকি অবরোধ করেন সাংবাদিকরা। 

এসময় সাংবাদিক নেতারা বলেন, গত ১৬ জুলাই আন্দোলন চলাকালে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেটে এবং আন্দোলনকারীদের হামলায় সময় টেলিভিশনের রিপোর্টার রেদওয়ান হিমেল, ভিডিও সাংবাদিক তরিকুল ইসলাম, শাহনওয়াজ জনিসহ ১০ সাংবাদিক আহত হয়েছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকরা বলেন, মাঠে কাজ করার সময় সাংবাদিকরা নিরাপত্তা না পেলে রাষ্ট্রের চতৃর্থ স্তম্ভ হুমকির মুখে পড়বে। সেকারণে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসময় আইনশৃঙখলা বাহিনীর মাঠ পর্যায়ের সদস্যদের সাংবাদিকদের নিরাপত্তা দিতে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা  দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। 

মেসেঞ্জার/মান্নান/আজিজ

×
Nagad