ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

৩৮০ কোটি টাকার পাট উৎপাদনের সম্ভাবনা গোপালগঞ্জে

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:০০, ১৮ জুলাই ২০২৪

৩৮০ কোটি টাকার পাট উৎপাদনের সম্ভাবনা গোপালগঞ্জে

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে ৩৮০ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪৭ হাজার ৬০২ মেট্রিক টন পাট উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইতিমধ্যে পাট কাটা শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পুরোদমে পাট কাটার মৌসুম শুরু হয়ে যাবে। তবে এখানো বাজারে সেভাবে নতুন পাট আসতে শুরু করেনি।

বাজারে গত বছরের পাট প্রতি মণ হাজার ২০০ টাকা থেকে হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাট মৌসুমের শুরুতে বাজারে পাটের দাম ভাল দেখা যাচ্ছে। এতে পাট চাষীরা পাটের ভাল দাম পাবেন বলে প্রত্যাশা করছেন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার  বলেন, চলতি পাট মৌসুমে গোপালগঞ্জ জেলায় ২৩ হাজার ৮০১ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এরমধ্যে  গোপালগঞ্জ সদর উপজেলায় হাজার ১৭২ হেক্টরে, মুকসুদপুর উপজেলায় হাজার ৫৬০ হেক্টরে, কাশিয়ানী উপজেলায় হাজার ৬২২ হেক্টরে, কোটালীপাড়া উপজেলায় ৮৯৭ হেক্টরে টুঙ্গিপাড়া উপজেলায় হাজার ৫৫০ হেক্টরে পাটের চাষাবাদ হয়েছে। প্রতি হেক্টরে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মেট্রিক টন। সে হিসেবে  ২৩ হাজার ৮০১ হেক্টরে ৪৭ হাজার ৬০২ মেট্রিক টন পাট উৎপাদনের আশা করা হচ্ছে। গড়ে প্রতিমন (৪০ কেজি) পাট হাজার ২০০ টাকা দরে বিক্রি হতে পারে। সেই হিসেবে কেজি পাটের দাম পরে ৮০ টাকা। আর  মেট্রিক টন পাটের দাম হবে ৮০ হাজার টাকা।  জেলার  ৪৭ হাজার ৬০২ মেট্রিক টন পাট ৩৮০ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, পাটে গোপালগঞ্জ জেলায় ১২ হাজার কৃষকের মধ্যে প্রণোদনার পাট বীজ বিতরণ করা হয়। এসব বীজ দিয়ে কৃষক ১২ হাজার বিঘা জমিতে পাটের আবাদ করেন। এতে জেলায় পাটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখন বাজারে পাটের দাম ভাল রয়েছে। আশার করা হচ্ছে বছর কৃষক পাটের ভাল দাম পেয়ে লাভবান হবেন।

মুকসুদপুর উপজেলার পাশারগাতী গ্রামের পাটচাষী তমিজ উদ্দিন মিয়া (৬০) বলেন, বছর হেক্টর জমিতে পাটের আবাদ করেছি। পাট মৌসুমের শুরুতে ক্ষেতের পাট তাপ প্রবাহের মধ্যে পরে। তখন মনে হয়েছিল পাট ভাল হবে না। তারপর আল্লাহর ইচ্ছায়  আবহাওয়া অনুকূলে চলে আসে। তাই পাটের ফলন বেশ ভাল হয়েছে। এছাড়া বৃষ্টিপাত হচ্ছে। জোয়ারের পানির চাপ রয়েছে। কারণে বছর পাট জাগ দিতে পানির কোন সমস্যা হবে না। বাজারে পাটের দাম মৌসুমের শুরুতে বেশ ভাল। ঠিকমত পাট ঘরে তুলতে পারেল  ভাল দাম পেয়ে খরচ বাদে অনেক লাভ হবে বলে ওই কৃষক আশাবাদ ব্যক্ত করেন।

মুকসুদপুর উপজেলার গোহাল গ্রামের পাট ব্যবসায়ী সজল সাহা বলেন, নতুন পাট এখনো বজারে সেভাবে আসতে শুরু করেছি। ১০/১৫ দিনের মধ্যে হাটে নতুন পাটের আমাদানী পুরোদমে শুরু হবে। গত বছরের পুরাতন পাটের কেনা বেচা হচ্ছে। প্রতিমণ পাট আমরা হাজার ২০০ টাকা থেকে হাজার ৬০০ টাকা দরে ক্রয় করছি। পাটকলগুলো এখনো পাট ক্রয় শুরু করেনি। তারা প্রতিযেগিতা করে পাট ক্রয় শুরু করলে তখন পাটের বাজারে তেজিভাব দেখা দিতে পারে।

মেসেঞ্জার/নিশাত

×
Nagad