ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

রাজাপুরে পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ১৮ জুলাই ২০২৪

রাজাপুরে পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল

ছবিঃ মেসেঞ্জার

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে ঝালকাঠির রাজাপুরে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন স্থান থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে উপজেলার মেডিকেল মোড় এলাকার সড়কে অবস্থান নেয় তাঁরা। এসময় রাস্তা অবরোধ, বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

দীর্ঘ ৫ ঘণ্টা ধরে খুলনা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। ফলে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী। এ আন্দোলনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শাটডাউন’ কর্মসূচিতে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষকেরাও একাত্ম ঘোষণা করেছেন।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, প্রায় ৫ ঘন্টা পর শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

মেসেঞ্জার/মিঠুন/তারেক

×
Nagad