ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ফরিদপুরে কোটা আন্দোলনকারীদের একত্রিত হতে দেয়নি প্রশাসন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ১৮ জুলাই ২০২৪

ফরিদপুরে কোটা আন্দোলনকারীদের একত্রিত হতে দেয়নি প্রশাসন

ছবি : মেসেঞ্জার

বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্রছাত্রীরা একত্রিত হতে পারছে না। শহরের বিভিন্ন স্থানে অল্প অল্প করে বিক্ষিপ্তভাবে মিছিল হয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১ টা থেকে বিভিন্ন জায়গা থেকে ডিসি অফিসের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী জড়ো হতে থাকে। এ সময়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেক আহত হয়েছে।

পরে ছাত্রলীগ যুবলীগের মিছিল থেকে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। আন্দোলনকারীরা শহরে রেল স্টেশন, জনতা ব্যাংক মোড়, মেডিকেল কলেজ রোডসহ বিভিন্ন স্থানে একত্রিত হয়ে মিছিল করে। পুলিশের উপস্থিতির সাথে সাথে ছত্র ভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।

এছাড়া আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচীর মধ্যে ঢিলেঢালা ভাবে যানবাহন চলাচল করছে। ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় প্লাটুন বিজিবি মোতয়ন করা হয়েছে। তবে শহরের জনগণের মধ্যে থমথমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।।

মেসেঞ্জার/নাজিম/আপেল