ছবি : মেসেঞ্জার
নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষে তাহমিদ ভুইয়া ও ইমন নামে দুই শিক্ষার্থী নিহত ও অন্তত শতাধিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর-জেলখানা মোড় এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।
নিহত তাহমিদ ভুইয়া সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও এনকেএম হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী, ইমন আলম পলাশের দড়িরচর গ্রামের কাইয়ুম এর ছেলে।
আহতদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিকালে পূর্বঘোষিত সময় অনুযায়ী নরসিংদী শহর হতে বিভিন্ন সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে জেলখানা মোড়ের দিকে যায় আন্দোলনকারীরা।
এসময় পুলিশ ও বিজিবি সড়ক অবরোধে বাধা দেয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়াশেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে।
এ সময় পুলিশ সহ অন্তত শতাধিক আন্দোলনকারী আহত হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আনার পর তাহমিদ ভুইয়া (১৫) নামে এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক মিজানুর রহমান।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল কবির বাশার নিশ্চিত করে বলেন, ইমনের গায়ে ছুড়রা গুলির আঘাত আছে। সে শিক্ষার্থী কিনা অন্য কেউ এখনো তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
মেসেঞ্জার/কাউছার/আপেল