ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ময়মনসিংহে ১৪ মামলায় চার সহস্রাধিক আসামি, গ্রেপ্তার ১২২

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:২৬, ২৪ জুলাই ২০২৪

ময়মনসিংহে ১৪ মামলায় চার সহস্রাধিক আসামি, গ্রেপ্তার ১২২

ছবি : মেসেঞ্জার

ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিগত গত তিন দিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে বিএনপি-জামায়াতের ১২২ জন নেতাকর্মী। মধ্যে গত ২৪ ঘন্টায় ২৪ জনকে এবং গত ৪৮ ঘন্টায় ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শামীম হোসেন বুধবার (২৪ জুলাই) বিকেলে তথ‍্য নিশ্চিত করেছেন। এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় চার সহস্রাধিক লোককে আসামি করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে বিগত তিন দিনে জেলা ডিবি থানা পুলিশের যৌথ অভিযানে মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর মধ‍্যে উল্লেখযোগ্য গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ‍্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লিটন আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির কোষাধ্যক্ষ রতন আকন্দ, দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি।

এছাড়া বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব, বিএনপি নেতা নূর মোহাম্মদ মীর, আনোয়ারুল ইসলাম রতন প্রমুখ।

মেসেঞ্জার/নজরুল/আপেল