ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

মানিকগঞ্জে নৌকা ডুবে নিহত এক নিখোঁজ ২

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১৪, ২৫ জুলাই ২০২৪

মানিকগঞ্জে নৌকা ডুবে নিহত এক নিখোঁজ ২

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে পিকনিকের নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে নিশ্চিত করেছেন থানার ওসি সুকুমার বিশ্বাস।

জানাগেছে, মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার কুসুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে। আহতরা স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।

নিহতের নাম মো.লিমন হোসেন (১৪)। সে মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকুরা ইউনিয়নের সাহেব আলীর পুত্র।

নিখোঁজ ব্যক্তিরা হলেন একই এলাকার দানেজ আলীর পুত্র মো. রফিকুল ইসলাম (৩৫) ও একই উপজেলার উত্তর কাউনার গ্রামের মৃত সেলিমের পুত্র মো. রাসেল হোসেন (১৪)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে যমুনা সেতু দেখতে নৌ ভ্রমণের জন্য কামতা এলাকাসহ এর আশপাশের গ্রামের ছোট-বড় ৬০ জন। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে কুসুন্ডা এলাকায় পৌঁছলে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়।

এ সময় ট্রলারচালকসহ ভ্রমণকারী ৫৮ জন নদীর পারে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হন। পরে আহত অবস্থায় ৫ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সাভিসের ডুবুরি দল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মেসেঞ্জার/বাদল/আজিজ

×
Nagad