ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ জাবির মারা গেছেন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪৫, ২৬ জুলাই ২০২৪

কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ জাবির মারা গেছেন

ছবি : সংগৃহীত

কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির মারা গেছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামের নওশের আলীর পুত্র।

জাবির গত শুক্রবার (১৭ জুলাই) কোটা বিরোধী আন্দোলনের অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হয়। এরপর থেকেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে চারটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জাবির ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র। আকিজ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে।

জাবিরের পিতা নওশের আলী মোবাইল ফোনে প্রতিনিধিকে জানান, বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আজকে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি আনা হবে।

মেসেঞ্জার/আলমগীর/আপেল

×
Nagad