ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চাটখিলে ছেলের মারধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাবা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ২৬ জুলাই ২০২৪

চাটখিলে ছেলের মারধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাবা

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জেরে প্রবাসী বাবা আমির হোসেন সুজনকে মারধর করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে ছেলে আল নুর রাফির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মাঝের ভুঁইয়া বাড়িতে।

গুরুতর আহত সুজনের ২য় স্ত্রী রাশিদা আক্তার জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার (২৬ জুলাই) দুপুরের দিকে নিজেদের ঘরের দরজা জানালা আটকিয়ে আমির গোসেন সুজনকে (৪৮) তার ১ম ঘরের ছেলে আল নূর রাফি (১৭) এবং তার ১ম স্ত্রী মুন্নি আক্তার (৩৫) বেদম প্রহার করে।

প্রহারে তার মাথা পেটে মস্তক কিছুটা বেরিয়ে পড়ে বলেও দাবি করেন রাসেদা।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য অতি দ্রুত ঢাকায় প্রেরণের নির্দেশ দেন।

এদিকে সর্বশেষ খবরে সুজনের স্বজনরা জানিয়েছে, জ্ঞানহীন সুজনকে নিয়ে তারা ঢাকার পথে রয়েছেন। বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন তিনি।

ব্যাপারে চাটখিল থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ব্যাপারে তিনি কোন অভিযোগ পাননি এখনো। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নিবেন।

মেসেঞ্জার/কানন/আপেল