ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ফরিদপুরে ধ্বংসযজ্ঞ রুখতে মাঠে না থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ২৭ জুলাই ২০২৪

ফরিদপুরে ধ্বংসযজ্ঞ রুখতে মাঠে না থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

ছবি : মেসেঞ্জার

কোঠা বিরোধী আন্দোলনের নামে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো জামাত-বিএনপিকে রুখতে মাঠে না থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টের মাধ্যমে উস্কানী দাতাদের দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন ফরিদপুর আওয়ামী লীগের তৃণমুলের নেতারা।

শনিবার (২৭ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় দাবি জানান বক্তারা।

বক্তারা জানান, আওয়ামী লীগের দুর্দিনের সময় যে নেতারা মাঠে ছিলেন না তাদের দলে প্রয়োজন নেই। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব নেতাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা।

শহরের শেখ রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে "শোকাবহ আগষ্ট মাসব্যাপী কর্মসুচী নির্ধারণ" উপলক্ষে আয়োজিত সভায় আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নেতাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক অবিলম্বে এসব নেতাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ সভাপতি মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সম্পাদক সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/নাজিম/আপেল