ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় দেড় হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

বগুড়া প্রতিনিধি   

প্রকাশিত: ১৬:৪৬, ২৭ জুলাই ২০২৪

বগুড়ায় দেড় হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

ছবি : মেসেঞ্জার

চলমান কারফিউ পরিস্থিতির মাঝে কর্মহীন হয়ে যাওয়া বগুড়া সদরের দেড় হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ চাল, ডাল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি-জামায়াতের লোকেরা বগুড়ায় যে সহিংসতা করেছে তাতে সাধারণ মানুষের অনেক ক্ষতিসাধন হয়েছে। দেশের সম্পদ বিনষ্ট সহ তারা কর্মজীবি মানুষের দৈনন্দিন রুজিরুটি ছিনিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে তারা সাধ্যমতো চেষ্টা করছেন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর।

তবে বগুড়ায় যেন আর কোন গোষ্ঠী নৈরাজ্য করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। যেকোনো নেতিবাচক পরিস্থিতি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই জনপ্রতিনিধি।

আয়োজন প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের নেতৃত্বে বগুড়ায় শুরু থেকেই তারা কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।

সেই ধারাবাহিকতায় বগুড়ার ১১ টি ইউনিয়ন থেকে মোট ১১' জন এবং পৌর এলাকার ' জন দরিদ্র উপকারভোগীর মাঝে চাল, আলু, তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। প্রয়োজন অনুযায়ী এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সদরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কর্মহীন অবস্থায় সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়ে সদর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

মেসেঞ্জার/সঞ্জু/আপেল