ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

বঙ্গোপসাগরে পাঁচ ট্রলার ডুবি, নিখোঁজ দুই জেলে

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ২৭ জুলাই ২০২৪

বঙ্গোপসাগরে পাঁচ ট্রলার ডুবি, নিখোঁজ দুই জেলে

ছবি : সংগৃহীত

২৩ জুলাই সাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষে আলীপুর মৎস বন্দর থেকে জেলেরা মাছ শিকারে যায়। সাগরে ঢেউয়ের মাত্রা বেশি থাকায় ঘটছে ট্রলার ডুবির ঘটনা।

কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন জানান- ২৩ জুলাই সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা শেষে ১৪ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায় লালুয়ার জাকির প্যাদার ট্রলার।

বৃহস্পতিবার রাতে ট্রলারের পিছনে বসা অবস্থায় প্রচন্ড ঢেউয়ের তোড়ে ফিরোজ তালুকদার সাগরে পড়ে ডুবে যায়। এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। ঘটনায় মহিপুর থানায় জিডি করেছেন ট্রলার মালিক জাকির প্যাদা।

উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের এক নং বয়া সংলগ্ন হাইরের চর এলাকায় ৪৯ জেলেসহ পাঁচটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এরমধ্যে একটি ট্রলারসহ ৪৭ জেলে উদ্ধার হয়েছে। তিন দিনেও খোজঁ মেলেনি নাম-নম্বরবিহীন চারটি ট্রলার দুই জেলের।

নিখোঁজ জেলেরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের জাকির প্যাদার ট্রলারের জেলে ফিরোজ তালুকদার রাঙ্গাবালী উপজেলার মৌডুবির আবদুল করিমের ট্রলারের জেলে নাঈম চৌকিদার। বৃহস্পতিবার রাতে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

মৎস্য বন্দর আলীপুর আড়ত মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, তার আড়তে মাছ বিক্রি করে আবদুল করিম, শাহীন মাতুব্বর, সোহরাব গাজী, রাজ্জাক মাতুব্বর মো. উজ্জলের মালিকানাধীন পাঁচটি ট্রলার সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবে গেছে। এর মধ্যে একটি ট্রলার ৪৭ জেলে উদ্ধার হলেও বেল্লাল চৌকিদারের ট্রলারের জেলে নাঈম চৌকিদার নিখোঁজ রয়েছে।

বর্তমানে সাগর ভয়াল উত্তাল থাকায় শত শত ট্রলার মাছ শিকার বন্ধ করে আলীপুর মহিপুর মৎস্য বন্দর বিভিন্ন মোহনায় আশ্রয় নিয়েছে। তবে এখনও ঝুঁকি নিয়ে সাগরে মাছ শিকার করছে কলাপাড়াসহ বিভিন্ন এলাকায় শত শত ট্রলার এমনটাই জানিয়েছেন সাগর থেকে ফিরে আসা ট্রলারের জেলেরা।

মেসেঞ্জার/মানিক/আপেল

×
Nagad