ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ২ আগস্ট ২০২৪

চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা

ছবি : মেসেঞ্জার

সাধারন শিক্ষার্থীদের উপর হামলা, মামলা গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষার্থী সকল স্তরের জনগনের পক্ষে কিছুসংখ্যক আন্দোলনকারী গণমিছিলে অংশ নেন। ওই মিছিলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ধাওয়া দিলে তাৎক্ষনিক সেটি ছত্রভঙ্গ হয়ে যায়।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে মিছিলটি উপজেলার কলেজ মোড় থেকে এলএসডি মোড়ে অবস্থান নিয়ে বক্তব্য দেয়ার সময় হঠাৎ ছাত্রলীগের কিছু নেতাকর্মী চড়াও হয়ে ধাওয়া করে। এতে ওই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা গেছে, মিছিল শেষে এলএসডি মোড়ে অবস্থা নিয়ে বক্তব্য দেয়ার সময় হঠাৎ কয়েকজন দলীয় ছেলে এসে কাঠ দিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে ছত্রভঙ্গ করে দেন। ঘটনায় আহত হওয়ার তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি।

ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, মিছিলে বক্তব্য দেওয়ার সময় সরকার বিরোধী কথা বলায় হঠাৎ করেই সরকার দলীয় কিছু ছেলে ধাওয়া দেয়। তবে আমরা উপস্থিত থাকায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। পরিবেশ স্বাভাবিক রয়েছে।

মেসেঞ্জার/রাফি/আপেল