ছবি: মেসেঞ্জার
দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড ও সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ।
শনিবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় নিমতলা মাঠ প্রাঙ্গনে সমাবেশ শুরু হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পদক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, এডভোকেট লুৎফুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলার চেযারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, শায়েস্তাগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার, লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুশফিউল আলম আজাদ, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি আবু জাহির বলেন- কোটা বিরোধী আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে বিএনপি জামায়ত যে নৈরাজ্য ঘটিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন- যারা সমাবেশে এসেছেন জেলা আওয়ামীলীগের সিদ্ধান্তের বাহিরে কেউ হবিগঞ্জ শহরের বাহিরের যেতে পারবেন না।
মিছিল শেষে সবাইকে টাউন হলে অবস্থান নিতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে অবস্থান নেয়। এদিকে গতকাল আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়ার প্রতিবাদে তাৎক্ষণিক আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিএনপির কার্যালয় ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয়।
এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকাল ৩ টায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এর ফলে ফের সংঘর্ষের আশংকায় শহরের থমথমে অবস্থায় বিরাজ করছে।
মেসেঞ্জার/পাবেল/শাহেদ