ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ঝালকাঠিতে উত্তপ্ত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ৩ আগস্ট ২০২৪

ঝালকাঠিতে উত্তপ্ত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি: মেসেঞ্জার

দেশের চলমান পরিস্থিতি ও ছাত্র আন্দোলনের সাথে একযোগে ঝালকাঠিতেও কর্মসূচী ঘোষনা করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে ঝালকাঠি প্রেসক্লাব এর সামনে ঘন্টাব্যপী  মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, 'ঢাকা থেকে ঘোষিত অসহযোগ আন্দোলন কর্মসূচী পালনে তারা প্রস্তুত। রোববার ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ শুরু করার ঘোষনা দেয় শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কোটা বাতিল আন্দোলনের শুরু থেকে অনেকটাই শান্ত ছিলো ঝালকাঠি জেলা। আন্দোলনের শুরুর দিকে জেলা সদরে অল্পসংখ্যক শিক্ষার্থীরা একটি মানববন্ধন করেছিলো, পাশাপাশি রাজাপুর উপজেলায় বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেছিলো। তবে কোনো সহিংসতা হয়নি।

মেসেঞ্জার/মিঠুন/শাহেদ