ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মেহেরপুরে মন্ত্রীর বাসভবন সহ বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ৬ আগস্ট ২০২৪

মেহেরপুরে মন্ত্রীর বাসভবন সহ বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ

ছবি : মেসেঞ্জার

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাড়িসহ জেলা জুড়ে চলছে ব‍্যাপক ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত সোমবার বিকাল সাড়ে তিনটা থেকে দিবাগত মধ্যরাত পর্যন্ত এসব তাণ্ডবের ঘটনা ঘটে। শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে পড়েন উল্লাস করে।

বিজয় মিছিল শেষে মিছিল শেষ করেই একদল দূর্বৃত্ত জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের দোদুলের বাসভবন, জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় ঘটায়।

দফায় দফায় তারা জেলা শহরের নেতাকর্মীদের বাড়ি দোকানে ভাংচুর চালায়। এসময় তারা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খোকনের ব্যক্তিগত অফিস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়ারুল ইসলামের অফিস, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্যের বাসভবন, এসকন অফিস, মেহেরপুর প্রেস ক্লাব, ভাইভাই ফ্যাশন, লুকস ফ‍্যাশান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস, যুবলীগ নেতা নাহিদের বাড়ি, আরোহী বস্ত্রালয়, রশিদা ইলেকট্রনিকস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ঠিকাদার মাহাবুবের বাড়ি, জোসনা বেকারিতে ভাংচুর অগ্নিসংযোগ চালানো হয়।

সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত বোরহান উদ্দিনের ভবন, পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ বাবুল বিশ্বাসের ভাইদের বাড়িসহ বেশ কয়েকটি স্থানে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকার মেহেরপুর- আসনের এমপি ডাক্তার এএসএম নাজমুল হক সাগরের এ্যাডভান্সড মেড কেয়ার ক্লিনিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের বাসভবন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুলের রাজনৈতিক কার্যালয়, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক হাসানের চৌগাছার বাড়িতে, গাংনী পৌরসভার কর্মচারি টিক্কার বনবিভাগ পাড়ার বাড়ি, সাবেক ছাত্রলীগের নেতা শাহাদুজ্জামান শিপুর ব্যক্তিগত অফিস, গাংনী উপজেলা পরিষদের ভিতরে অবস্থিত বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয়েছে।

মুজিবনগরের দারিয়াপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের বেশ কয়েকটি বাড়ি ভাংচুর পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতার বাড়িতে বাড়িতে বিএনপি জামায়াতের লোকজন গিয়ে খোঁজ করছেন।

আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগের নেতা কর্মীরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে, রাত ৯ টার দিকে সেনাবাহিনী টহল শুরু করলে দূর্বৃত্তরা ভাংচুর বন্ধ করে এলাকা ত্যাগ করে।

মেসেঞ্জার/মাহবুব/আপেল