ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সাতক্ষীরায় সহিংসতায় নিহত বেড়ে ১৪

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৯:২৩, ৭ আগস্ট ২০২৪

সাতক্ষীরায় সহিংসতায় নিহত বেড়ে ১৪

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে সাতক্ষীরার আশাশুনি ও সদর উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও ১০/১২ জন।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা শহরে আওয়ামী লীগ নেতাদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও কার্যালয়ে ভাঙচুর-লুটপাট করা হয়। তাদের কারও কারও বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

নিহতরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাকনা গ্রামের শেখ জাকির হোসেন (৫৩), একই গ্রামের শেখ শাহাজুর রহমান সাজুর ছেলে শেখ শাকের (২২), মৃত শেখ সুজাত আলীর ছেলে শেখ জাহাঙ্গীর (৪৮), মৃত শেখ আরিফুল ইসলামের ছেলে শেখ আশিক (৩৩), লস্করী খাজরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহিন আলম (২২), একই গ্রামের শেখ আজুয়ার রহমানের ছেলে সজীব (২২), কুড়িকাউনিয়া গ্রামের ওয়ারেজ আলী মোড়লের ছেলে হাফেজ আনাজ বিল্লাহ (২১)।

এ ছাড়া একই ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নুর হাকিম ঘোরামীর ছেলে আদম আলী (২৩) ও হিজলিয়া গ্রামের ছাত্তার সরদারের ছেলে আলমগীর হোসেন (১৬) এবং সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বৈকারী গ্রামের মৃত রাফেল সরদারের ছেলে আসাফুর রহমান (৬০), ঘোনা ইউনিয়নের মৃগীডাঙ্গা গ্রামের তোজাম্মেল হকের ছেলে তহিদুল হক (৩০), একই গ্রামের আব্দুল গফুরের ছেলে ফারুক হোসেন শান্টু (৪৫), জাকির হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৪) এবং ঘোনা গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম (২৭)।

এ ছাড়া গুলিবিদ্ধদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেসেঞ্জার/ফামিমা