ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সারাদেশে হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে বিএনপি’র কোন সম্পর্ক নেই: জি কে গউছ

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

প্রকাশিত: ১৬:০০, ৭ আগস্ট ২০২৪

সারাদেশে হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে বিএনপি’র কোন সম্পর্ক নেই: জি কে গউছ

ছবি: মেসেঞ্জার

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, বাংলাদেশে একটি রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। এই সময়ে সারাদেশে কিছু দুস্কৃতিকারী, সুযোগ সন্ধানী লোক মানুষের বাসা বাড়িতে হামলা করছে, লুটপাট করছে। তার সাথে বিএনপির কোনো সর্ম্পক নেই।

বিএনপির কোনো নেতাকর্মী এসব অপকর্মের সাথে জড়িত নয়। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে আমরা সকল ধর্মের মানুষ বসবাস করছি। আমরা সবাই এই দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি। কোনো দুস্কৃতিকারী সাম্প্রদায়িক উস্কানী দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করবে সেটা তারেক রহমান বাংলাদেশে হতে দিবে না।

তিনি মঙ্গলবার (৬ আগস্ট) রাতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জি কে গউছ আরও বলেন, একটি চক্র শহরে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। তাদের সাথে বিএনপি কিংবা ছাত্র-জনতার কোনো সম্পর্ক নেই। বিষয়টি উপলব্ধি করার পর-পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে মিলে জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করছি।

আমরা বাংলাদেশের অহংকার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি এসব অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য।

বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের ধৈর্য ধারন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহবান জানিয়ে জি কে গউছ বলেন- এই বিজয় মুক্তিকামী ছাত্রজনতার, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাকস্বাধীনতার, এই বিজয় ভোটাধিকার ফিরে পাওয়ার, এই বিজয় ১৮ কোটি নিপীড়িত মানুষের। তাই সকলকে সতর্ক থাকতে হবে, আওয়ামীলীগের দোসররা যাতে কোন অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে না পারে।

তাই আমাদের দলীয় নেতাকর্মীদের সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি। পরিদর্শনকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/পাবেল/শাহেদ