ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পলায়ন ঠেকাতে পঞ্চগড় সীমান্তজুড়ে রেড অ্যালার্ট

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১০:৩৪, ৮ আগস্ট ২০২৪

পলায়ন ঠেকাতে পঞ্চগড় সীমান্তজুড়ে রেড অ্যালার্ট

ছবি: সংগৃহীত

দেশের উদ্ভূত পরিস্থিতি ও অস্থিরতার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত পার হয়ে উভয় দেশে অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড়ের সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

জানা যায়, পঞ্চগড়ের তিন পাশ জুড়েই ২৮৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত। দীর্ঘ এই সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি, নীলফামারী ৫৬ বিজিবি এবং ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। দেশের চলমান অস্থিরতার মধ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং দেশ থেকে কোনো দুষ্কৃতিকারী যাতে অবৈধপথে ভারত যেতে না পারে সেজন্য সীমান্তে কড়া নজরদারিসহ রেড এলার্ট জারি করে বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, উভয় সীমান্তেই রেড এলার্ট জারি রয়েছে। তাদের নিরাপত্তার স্বার্থে তারা আগেই করেছেন। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরাও সীমান্তে টহল বৃদ্ধিসহ পুরো সীমান্তে রেড এলার্ট জারি করেছি।

মেসেঞ্জার/ফামিমা