ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

অগ্নিসংযোগ ভাংচুরের প্রতিবাদে তেঁতুলিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৮, ৮ আগস্ট ২০২৪

অগ্নিসংযোগ ভাংচুরের প্রতিবাদে তেঁতুলিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ছবি : মেসেঞ্জার

সরকার পতনের পর সারাদেশে ভাংচুর, অগ্নিসংযোগ, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা সংগঠনটির বিভিন্ন শাখার শতশত নেতাকর্মী।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সংগঠনটির উপজেলা শাখার আয়োজনে চৌরাস্তা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা কর্মপরিষদ সদস্য মো.লোকমান হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের তেঁতুলিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি মো.হাবীবুর রহমান, জেলা ইউনিট সদস্য মাওলানা ইমদাদুল্লাহ খান, সদর ইউনিয়ন সভাপতি মো.জাহাঙ্গীর আলম প্রমুখ। 

সমাবেশে বক্তব্যে সংগঠনটির নেতারা বলেন, ক্ষমতা থেকে সরে গিয়েও সারা দেশে আওয়ামী লীগের পেতাত্মারা মানুষের বাসা বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করেছে। তারা ভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয়ে হামলা করছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ হতে হবে। কেউ যেন তাদের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা আমাদের ভাই। তাদের নিরাপত্তা দেয়ার দ্বায়িত্ব আমাদের।

মেসেঞ্জার/দোয়েল/আজিজ