ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

লালমনিরহাটে বাজার মনিটরিংয়ে গার্ল গাইডস

লালমনিরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:০০, ৯ আগস্ট ২০২৪

লালমনিরহাটে বাজার মনিটরিংয়ে গার্ল গাইডস

ছবি : মেসেঞ্জার

লালমনিরহাটে নিত্যপন্যের বাজারগুলোয় নিয়ন্ত্রন নেই বললেই চলে। তাই বাজার মনিটরিং করতে মাঠে নেমেছেন জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্য। শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা শহরের সেনামৈত্রী কাচাঁবাজারে গার্ল গাইডস সদস্যরা বাজারে মনিটরিং করেন।

তারা শহরের বিভিন্ন হোটেল,রেস্তোরায় বাশিঁ-পচা খাবার আছে কিনা-দাম বেশী নিচ্ছে কিনা সেগুলো দেখছেন। এছাড়া শিক্ষার্থীরা শহরের বিভিন্ন মোড়গুলোয় ট্রাফিকের দায়িত্ব পালনসহ রাস্তাঘাট পরিস্কার করছেন।

গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা গাইড কমিশনার ,লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরমিন আরা হক বীথি জানান, বিভিন্ন বিদ্যালয়ের গাইড সদস্যরা ক্রেতা-বিক্রেতা সবার সংগে কথা বলে বর্তমান বাজার মুল্যের খোঁজ খবর নেন। হোটেল-রেস্তোরার স্বাস্থ্যকর পরিবেশ পরিস্কার পরিচ্ছন্নার বিষয়ে হোটেল মালিকদের সাথে কথা বলেন এবং তদারকি করেন।

এসময় গাইড সদস্যদের কার্যক্রম পরিচালনা করেন জেলা গাইড কোষাধ্যক্ষ নাসরীন আখতার রীনা।

মেসেঞ্জার/আনিছুর/আজিজ