ছবি : মেসেঞ্জার
জামালপুরে জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ করে অগ্নিসংযোগ, কারা ফটক ভেঙ্গে জেলার সহ কারাক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টাকালে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৬ বন্দি নিহত হয়েছে বলে কারা সুত্র জানিয়েছে।
নিহত কয়েদিরা হলেন- আরমান পিতা- ফহিম, রায়হান পিতা- অজ্ঞাত, শ্যামল পিতা- মাসুদ, ফজলে রাব্বি বাবু পিতা- অজ্ঞাত, জসিম পিতা- নুরুল ইসলাম, রাহাত পিতা অজ্ঞাত, তারা প্রত্যেকেই জামালপুর সদর থানার বাসিন্দা বলে বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার মো: আবু ফাত্তাহ।
তিনি জানান, এ ঘটনায় ১৪ জন কারারক্ষী, ৫ জন কয়েদীসহ মোট ১৯ জন আহত হয়েছেন।
কারাগারের জেলার আবু ফাত্তাহ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর দেড়টায় হঠাৎ জামালপুর জেলা কারাগারে বেশ কিছু কয়েদি দুইভাগে বিভক্ত হয়ে প্রথমে মারামারি শুরু করে। এর মধ্যে একটি গ্রুপের কয়েদিরা আমার কাছে কারা ফটকের চাবি চায়। এ সময় কয়েদিদের চাবি দিতে অস্বিকার করলে আমার উপর হামলা করে।
আমাকে জিম্মি করে কারাগারে অগ্নিসংযোগ করে ফটক ভেঙ্গে বের হওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা মুহুর্মুহু গোলাগুলি শুরু করে। এসময় সেনাবাহিনীর সদস্যরা এসে কারাগারের চারদিক ঘিরে গুলি করতে থাকে। বেলা দেড়টার পর থেকে গভীর রাত পর্যস্ত থেমে থেমে গুলি চলতে থাকে।
অবশেষে পরদিন শুক্রবার (৯ আগস্ট) সকালে কারাগার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জেলার আবু ফাত্তাহ জানান।
তিনি আরোও বলেন, কারাগারের অবশিষ্ট বন্দিরা সুস্থ্য আছেন। তারা প্রত্যেকেই সকালের খাবার খেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান তিনি।
মেসেঞ্জার/হালিম/আপেল