ছবি : মেসেঞ্জার
লালমনিরহাটের আদিতমারীতে একই বাড়িতে পর পর দুদিন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের আবেদ আলীর বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, দেশের এই চলমান সংকটে আইন শৃঙ্খলার অবনতির কারনে দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে হামলা,লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগ করছে।
গত বুধবার সন্ধ্যায় তার বাড়ির উঠানে খড়ের ঢিপিতে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। অতপর গ্রামবাসীর ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আবার পরের দিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ির লোকজন খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় বাড়ির গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার শুরু করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে বাড়ির মালিক আবেদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না, দুস্কৃতিকারীরা আমার বাড়িতে পরপর দুদিন আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
আদিতমারী থানার (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মেসেঞ্জার/লাডলা/আপেল