ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ দফা দাবিতে সমাবেশ

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৩:১০, ১০ আগস্ট ২০২৪

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ দফা দাবিতে সমাবেশ

ছবি : মেসেঞ্জার

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পীর সাহেব চরমোনাই এর ঘোষিত ৯ দফা দাবি প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাজার শাখার সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিম এর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার প্রাপ্ত। ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও দেশের জনগণের জান-মালের নিরাপত্তা বিধানের জন্য দলমত নির্বিশেষে সকলে এগিয়ে আসুন।

সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহম্মেদ কাওছার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগী সংগঠনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
 

মেসেঞ্জার/সাঈদ/আজিজ