ছবি: মেসেঞ্জার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণ ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় ঝালকাঠির রাজাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজাপুরের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহীদদের স্মরণে এবং আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় এক মিনিটের নিরবতা পালন ও দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, শিক্ষক মাহাবুব মোর্শেদ সোহেল, তাইমুল হায়দার সজিব, মো: নিবর, মো: মোনায়েম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পুলিশ ও সেনা কর্মকর্তা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন, অধ্যক্ষ, রাজাপুর ফাজিল মাদ্রাসা মো: জাকির হোসেন।
মেসেঞ্জার/মিঠুন/শাহেদ