ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

পটুয়াখালীতে ৮ দফা দাবিতে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ১১ আগস্ট ২০২৪

পটুয়াখালীতে ৮ দফা দাবিতে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন

ছবি: মেসেঞ্জার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। প্রধানমন্ত্রী দেশ তাদের পরেই সারাদেশে বিজয় মিছিল করা হয়। এরপর পরপরই সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুট চালায় দুষ্কৃতিকারীরা। এ হামলা ও লুট এর প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছে সনাতনী ধর্মাবলম্বীরা।

সনাতনী নাগরিক ও ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১১ আগষ্ট) সকাল ১২ টায় পটুয়াখালীর সার্কিট হাউজ সংলগ্ন ঝাউতলায় এ কর্মসূচি পালন করা হয়। ৮ দফা দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এসময় বক্তারা বলেন সারাদেশে হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন চালনো হয়েছে এর প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। হিন্দুদের উপর এসব নির্যাতনের যদি দ্রুত বিচার করা না হয় আমরা এ নিয়ে কঠোর আন্দোলন করবো। এ সময় হামলা ও লুটপাটের দ্রুত বিচারের দাবি জানায় তারা।

মেসেঞ্জার/মানিক/শাহেদ

×
Nagad