ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৯, ১১ আগস্ট ২০২৪

আপডেট: ১৮:১৫, ১১ আগস্ট ২০২৪

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ নিহত ৩

ছবি : মেসেঞ্জার

ঠাকুরগাঁওয়ে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাণীশংকৈলে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫), মেয়ে সাথী আক্তার (১৪) ও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে নওশাদ আলীর ছেলে আব্দুল আলিম (৩০)।

রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব জানান, সকাল থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ধানখেতে কাজ করছিলেন সৈয়দ আলী।

হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়িতে ফিরছিলেন। পথে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনা স্থলেই মা-মেয়ে নিহত হন।
এ দিকে আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নওশাদ আলীর ছেলে আব্দুল আলিম ধানক্ষেতে কাজ করছিলেন। দুপুরে বজ্রপাতে তিনি নিহত হন।

মেসেঞ্জার/আরিফ/শাহেদ