ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ঝালকাঠির রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ১১ আগস্ট ২০২৪

ঝালকাঠির রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

ছবি: মেসেঞ্জার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠির রাজাপুর শাখার তাইমুল হায়দার সজীবকে প্রধান সমন্বয়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১১ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণ ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় রাজাপুরে দোয়া ও আলোচনা সভায় এ আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আল-শাহরিয়ার নিবির এ আহ্বায়ক কমিটি ঘোষনা করেন।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন, নওশিম আঞ্জুম রোহান, আল- শাহারিয়ার নিবির, আব্দুল হালিম, আনভীর মাহিম, মঞ্জুরুল ইসলাম মাহিম, বুলবুল আহমেদ, মোঃ মিরাজ, সাহাদাত হোসেন, নাকিব মাহমুদ সিয়াম, কে এম জুবায়ের রোহান, সাহিল ইয়ামিন লাবিব, সাকিবুল হাসান, হোসাইন আহমেদ শুভ, অহেদুজ্জামান নিবির, আহাদ ইসলাম রিজভী, ছামিয়া সুলতানা, সানজিদা ইসলাম, সুমাইয়া জান্নাত আধুরী, আব্দুল্লাহ হিল আদিব, মোনায়েম খান, তানভীর আহমেদ সাকিব, মাহিম তালুকদার, নাঈম হোসেন ইমন, মোস্তাফিজুর রহমান, বদিউন নবী পলাশ, মরিয়ম ইভা, সিফাতুল ইসলাম তামিম, হাচিব, খায়রুল, মিপ্তা শিকদার, আমিনা, মোঃ মুসা মিম আক্তার, রুহুল আমিন, সাজ্জাদ, রুকাইয়া, তন্বী, মেছবাহ ফরাজি, নুসরাত জাহান রিমা, তামিরা, ফারজানা আমিন, লামিয়া, জোবায়ের হোসেন, উৎস হালদার, সিয়াম, নোমান,আনিকা আনহা আখি, রবিউল, আরজু আক্তার, শাহিন শিকদার, রাতিন, নবীন, নাদিম, শাহরিয়ার সৈয়দা লাবন্য।

এছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী যে সকল সদস্যদের নাম জানা যায়নি তাদের পরবর্তীতে সংযোজন করা হবে।

মেসেঞ্জার/মিঠুন/শাহেদ