ছবি : মেসেঞ্জার
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশ এগিয়ে নিতে আহ্বান জানিয়েছেন মেজর জেনারেল মাহবুবুর রশীদ। তিনি বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের অনেক ভুল-ভ্রান্তি ছিল। সে কারণে অনেক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ আজকে এখানে থেকে এসেছে।
ছাত্ররা অন্যায়ের প্রতিবাদের পর আমাদের ভুল বুঝতে পেরেছি। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে পুলিশ এবং জনগণের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশ মাঠে না থাকায় অনেক অপরাধী এই সুযোগে নানা অপকর্ম করছে। সেনাবাহিনী দেশকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। পুলিশ একটি সবার সুন্দরভাবে চলার জন্য শৃঙ্খলা ফেরাতে কাজ করে।
আমাদের পক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কাজ করা কঠিন ব্যাপার। আমরা বিভিন্ন থানায় পুলিশের পাশে আছি তাদের সাহায্য করছি তাদের সাহস দিচ্ছি। সমাজের মানুষদেরও এগিয়ে আসতে হবে।
তবে আমি বিশ্বাস করি, পুলিশ বাহিনী খুব দ্রুত আবার ঘুরে দাঁড়াবে। দেশ আমাদের সকলের। আমরা আর রক্তপাত হানাহানি চাই না। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশ এগিয়ে নিতে হবে। ছাত্ররা আগামীদিনে আমাদের দেশকে পরিচালনা করবে। সেজন্য তাদের মতামতের গুরুত্ব দিতে হবে।
রোববার (১১ আগস্ট) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্তমান পরিস্থিতি নিয়ে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক, সেনাবাহিনী সাতক্ষীরার ক্যাম্প কমান্ডার আরিফ হোসেন।
পরে উন্মুক্ত আলোচনা অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান, বখতিয়ার হোসেন, নাজমুল হোসেন রনি, খাদিজা পারভীন, মোহিনী তাবাচ্ছুম, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার আলী, বিএনপি নেতা তারিকুল হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, আবুল কাশেম, গোলাম সারোয়ার, ফারুক মাহবুবুর রহমান প্রমূখ।
এসময় বক্তরা বলেন, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা মন্দির পাহারা দিয়েছি। অন্যায় যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সে যেই দলের হোক তাকে ছাড় দেওয়া হবেনা। মুক্তিযুদ্ধো ও বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত স্মরণ করা। অনেক গুজব ছড়ানো হচ্ছে। কিছু সুযোগ সন্ধানী মানুষ হিন্দুদের ভয় দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।
এদেশে কেউ সংখ্যালঘু নয়। সবাই এদেশের নাগরিক। আমরা তাদের পাহারা দিচ্ছি। থানা চালু জরুরী। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের কাজ করতে হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন সেক্টরের ঘুষ অনিয়ম ও দুর্নীতি মুক্ত করার দাবি জানান।
পুলিশের দ্রুত কাজে ফেরার দাবি জানান। এছাড়া তাদের বিরুদ্ধে সকল প্রকার মামলা প্রত্যাহার এবং খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্ত্বর নির্মাণের দাবি জানান।
মেসেঞ্জার/আসাদ/আপেল