ছবি : মেসেঞ্জার
দেশের উদ্ভূদ্ধ পরিস্থিতিতে টানা কয়েকদিন পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর সহযোগিতায় কাজ শুরু করেছে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (১২ আগস্ট) সকালে থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে হাইওয়ে পুলিশকে।
এতে মহাসড়ক গুলোতে পুলিশের উপস্থিতিতে জনসাধারন ও যানবাহন চালকেরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে দীর্ঘদিন পরে সড়কে পুলিশের দায়িত্বে ফিরতে পেরে আনন্দিত তারা।
সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল বলেন, আজ থেকে আবারও হাইওয়ে পুলিশের এই কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করবেন এবং তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পুলিশকে সহযোগিতা করার জন্য ছাত্রজনতা ও সর্বস্তরের জনগণকে আহ্বান জানান ওসি।
প্রসঙ্গত: গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপর অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মেসেঞ্জার/রিমন/আপেল