ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

উপজেলা পর্যায়ে কোন কমিটি দেয়া হয়নি

চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেশি ছিল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:১৩, ১২ আগস্ট ২০২৪

উপজেলা পর্যায়ে কোন কমিটি দেয়া হয়নি

ছবি : মেসেঞ্জার

খুব শিগগিরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশে জেলা উপজেলা কমিটি গঠন করা হবে। কমিটিতে যারা আসতে আগ্রহী তাদের পেছনে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ কোন রাজনৈতিক ট্যাগ আছে কিনা যাচাই করা হবে। যাদের পেছনে রাজনৈতিক ট্যাগ থাকবে তাদের কমিটিতে রাখা হবেনা।

আমরা চাই একটি সুন্দর স্বচ্ছ কমিটি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউজ্জামান এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কথা বলেন।

বাংলাদেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছে উল্লেখ করে তারা বলেন, অনেক আন্দোলন সংগ্রাম এবং শহিদদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করাই এখন চ্যালেঞ্জিং। কারণ স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এতে সর্বোস্তরের সহযোগিতা প্রয়োজন।

তারা বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তারা জনগণের জানমাল সুরক্ষায় কাজ করছেন। ধর্মীয় উপসনালয় গুলো রক্ষার্থে পাহাড়া বসিয়েছেন। পুলিশ কর্মবিরতিতে থাকায় ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

তবে, সিদ্ধান্ত মোতাবেক রোভার স্কাউট, বিএনসিসি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া আর কোন ছাত্র সোমবার (১২ আগস্ট) থেকে দায়িত্ব পালন করবেন না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। বাজার মনিটরিংসহ মূল্যের উর্ধ্বগতি, সিন্ডিকেট চিহ্নিতকরণসহ সকল ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে। তবে এসব কাজ সরাসরি ছাত্ররা নয়, তা প্রশাসন করবে। ছাত্ররা পাশে থেকে সহযোগিতা করবে।

মাদকসেবী, মাদককারবারি এমনকি যারা তাদের নিয়ন্ত্রণ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান প্রশাসনের প্রতি। এছাড়া চোরাকারবারি দুর্নীতিবাজদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এসময় সমন্বয়ক নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে জানিয়ে বলেন, কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলায় কমিটি ঘোষিত হলেও উপজেলা পর্যায়ে কোন কমিটি দেয়া হয়নি। এ নিয়ে যেন আর কোন বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানানো হয়।

এতে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান, হাটহাজারী সরকারী কলেজ অধ্যক্ষ জাহিদ মাহমুদ, সাংবাদিকদের মধ্যে এইচ এম মনসুর আলী, খোরশেদ আলম শিমুল, জিয়া চৌধুরী, মো.আলী বোরহান উদ্দিন।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সিহাব হাসান চৌধুরী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মো.শওকত আকবর (সাউদার্ন ইউনিভার্সিটি), মোহাম্মদ শরীফ হোসেন (ন্যাশনাল পলিটেকনিক), নাফিজা সুলতানা অমি (ওমর গণি এমইএস কলেজ), রবিউল হাসান শফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ওমর ফারুক নয়ন (হাটহাজারী সরকারী কলেজ), সুলতানুল আরেফিন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ জয়নুল আবেদীন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) প্রমূখ।

এসময় উপজেলা কৃষি অফিসার আল মামুন শিকদার, প্রকৌশলী জয়শ্রী দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, সহকারী শিক্ষা অফিসার তাসনীম আখতার কাকলী, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ গিয়াস উদ্দিন, হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন, উপজেলার পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে সমন্বয়কারীরা হাটহাজারী মডেল থানা পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, হাটহাজারী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, ওসি মো:মনিরুজ্জামান সহ পুলিশ কর্মকর্তাদের সাথে সাক্ষাতে মিলিত হন।

মেসেঞ্জার/সুমন/আপেল