ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

খুলনাত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গোল টেবিল বৈঠক

নিজস্ব প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১৭:০৪, ১২ আগস্ট ২০২৪

খুলনাত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গোল টেবিল বৈঠক

ছবি : মেসেঞ্জার

ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর আয়োজনে সোমবার (১২ আগস্ট) সকালে বাংলাদেশ এনভায়রমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি (বেডস) এর সহযোগিতায় ইকো-মেন প্রকল্পে আওতায়আন্তর্জাতিক যুব দিবসউপলক্ষে জেন্ডার পরিবেশের সুরক্ষায় যুবদের সাথে খুলনা সদরে অবস্থিত হোটেল পুষ্প বিলাসের সভা কক্ষে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাকেরা বাণু,পরিচালক গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশন, ডঃ মোঃ মেহেদী  আল মাসুদ, সহকারী পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর। এছারাও সংলাপে আরও উপস্থিত ছিলেন অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ,সাংবাদিক বৃন্দ, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিস ইকোমেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সামছূর রহমান শুভ, ইকোমেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: সাইফুল আলম বালু, ইয়ূথনেটের জেলা সমন্বয়কারী মোঃ রেজায়ানুল ইসলাম এবং তরুণ জলবায়ুকর্মীরা।

বৈঠকের শুরুতে ইকোমেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মমোঃ সামছুর রহমান শুভ ইকোমেন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাকেরা বাণু বলেন,যুবরা আমাদের ভবিষ্যৎ, যুবদের দেশের জন্য অনেক কিছু করনীয় আছে। যুবরা দেশের জন্য পজিটিভ চিন্তা রাখলে দেশের জন্য কাজ করলে দেশের উন্নয়ন ঘটানো সম্ভব।

মেহেদী আল মাসুদ বলেন, যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য "যুববান্ধব দপ্তরগুলো বিভিন্ন প্রশিক্ষনের সুযোগ করে দিয়েছে। তিনি যুবদের সার্বিক সহযোগিতার করার আশ্বাস দেন" নিজেদের সচেতন হতে হবে। যুব সমাজ মাদকের প্রতি দ্রুত আসক্ত হয়ে পড়ে। তাই সমাজের উন্নয়নে যুবদের মাদক মুক্ত থাকতে হবে।

মোঃ রেজায়ানুল ইসলাম ইয়ুথনেটের বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ইয়ুথনেট বর্তমানে ৪৮ টি জেলায় যুবদের নিয়ে সরাসরি কাজ করে যাচ্ছে।

মেসেঞ্জার/রকি/আপেল