ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

প্রাইভেট বানিজ্য বন্ধ

কলেজ উন্নয়ন ও হল সংস্কারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ১২ আগস্ট ২০২৪

কলেজ উন্নয়ন ও হল সংস্কারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালীতে দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্ররা। শিক্ষকদের রাজনীতি বন্ধ এবং কলেজ সংস্কারসহ দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।সোমবার (১২ আগষ্ট) বেলা ১২ টায় পটুয়াখালী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় শিক্ষার্থীরা বলেন, কলেজে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করা, দূর্নীতিগ্রস্থ শিক্ষক পরিষদ বাতিল, শিক্ষক জাফর ইকবালের পদত্যাগসহ শিক্ষার্থীদের হয়রানির বন্ধ করতে হবে।

প্রশাসনিক ব্যবস্থা জোড়দারকরণ নিরাপত্তা বৃষ্টি, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদের প্রাইভেট বানিজ্য বন্ধ করা সহ কলেজ উন্নয়ন হল সংস্কারের দাবি জানান।

এছাড়া তারা আরো জানান, যতক্ষণ পর্যন্ত তাদের এই দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে।

এসময় বক্তব্য রাখেন, কেএম সায়েম, আতিকুর রহমান আসিফ, মিরন মাহমুদ, তাজুল ইসলাম তপু, উর্মি, শাহিন, শাহরিয়ার শাকিব, জাকারিয়া সহ সাধারণ শিক্ষার্থীরা।

মেসেঞ্জার/মানিক/আপেল

×
Nagad