ছবি : মেসেঞ্জার
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে রোভার স্কাউট ঠাকুরগাঁও জেলা শাখা । রবিবার (১১ আগস্ট), দুপুর থেকে শুরু করে পুরো মাস ব্যাপী এ কার্যক্রম চলবে রোভার স্কাউটের।
রবিবার দুপুর থেকে বিভিন্ন গাছের চারা ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠের পাশেই রোপন করা হয়। গাছের চারা যেন নষ্ট না হয় সেজন্য ঘেরা দেওয়া হয়। কোটা আন্দোলনে ঠাকুরগাঁও রাস্তার পাশে বেশ কিছু গাছ নষ্ট হয়ে যায়। সেই নষ্ট গাছের জায়গায় রোভার স্কাউট নতুন গাছের চারা রোপন করে।
ঠাকুরগাঁও জেলা রোভার স্কাউট সোহারারাব হোসেন বলেন, কোটা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণেই আমরা ঠাকুরগাঁওয়ে আগস্ট মাস ব্যাপী গাছ রোপন করব। এই গাছ থেকে যে ফল বা ছায়া হবে সেটা সদকা জারিয়া হিসাবে রয়ে যাবে। আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য এই গাছগুলোর রোপন করতেছি। ভবিষ্যতে এই গাছগুলো রয়ে যাবে। এছাড়াও ঠাকুরগাঁও জেলার সবুজ করার জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী আমরা মাসব্যাপী বিভিন্ন খাস জমিতে গাছ রোপন করব।
ঠাকুরগাঁও জেলার সিনিয়র গভারমেন্ট ফিরোজ্জামান মিলন বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই ট্রাফিকের দায়িত্ব পালন করতে ছিলাম রাস্তায়। আজকে আবার আমরা গাছে চারা রোপণ করার উদ্যোগ নেই। আজকে যারা হেলমেট পড়ে গাড়ি চালাচ্ছে তাদেরকে আমরা একটি করে গাছের চারা উপহার দিচ্ছি। তারা যখন গাড়ি চালায় হেলমেট পরিধান করা এবং গাড়ির যত আনুষঙ্গিক কাগজ রয়েছে সেগুলো যেন তারা সাথে রাখে সেই বিষয়টাই উৎসাহিত করার জন্যই আজকে আমরা কিছু গাছের চারা পথচারীদের উপহার দিয়েছি ।
পথচারী মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে ঠিক সেভাবেই তারা দেশ সংস্কার এবং দেশ গঠনে কাজ করে যাচ্ছে। আমরা আসলে গর্বিত। এমন একটি ছাত্র সমাজ আমাদের রয়েছে। যারা দেশকে ভবিষ্যতে সারা বিশ্বের মধ্যে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবে বলে আশা করি।
মেসেঞ্জার/আরিফ/সৌরভ