ছবি: মেসেঞ্জার
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হাসপাতাল থেকে চোর সন্দেহে কিশোরী বৃষ্টি বেগমকে (১৮) গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টার দিকে ঘটনাটি ঘটে। ওই কিশোরী হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। বৃষ্টি শহরের পুলিশ লাইন টালিখোলার নজরুল ইসলামের মেয়ে।
জানা গেছে, হাসপাতালের বর্হিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের আশেপাশে ঘোরাঘুরি করছিলো বৃষ্টি। এসময় তাদের সন্দেহ হলে তার কাছে হাসপাতালে আসার কারণ জিজ্ঞাসা করে। এসময় সে সন্তোষজনক জবাব ও ডাক্তার দেখানোর টিকিট দেখাতে ব্যর্থ হয়। পরে তাকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
রোগী ও স্বজনদের ধারণা, গ্রামাঞ্চল থেকে হাসপাতালে আসা মানুষকে বোকা বানিয়ে মোবাইল, মানিব্যাগ ও শিশুদের চুরির সাথে জড়িত বৃষ্টি। পুলিশের জিজ্ঞাসাবাদে তার অপরাধ নিশ্চিত হওয়া যাবে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, পুলিশ বৃষ্টি নামে এক কিশোরীকে জখম অবস্থায় আনেন। তাকে ভর্তির পর চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/বিল্লাল/তারেক