ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ট্রাফিক পুলিশ ও শিক্ষার্থীদের সৃজনশীল গাইবান্ধা’র ছাতা বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৯, ১৪ আগস্ট ২০২৪

ট্রাফিক পুলিশ ও শিক্ষার্থীদের সৃজনশীল গাইবান্ধা’র ছাতা বিতরণ

ছবি : মেসেঞ্জার

গাইবান্ধায় ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করেছেন সৃজনশীল গাইবান্ধার সদস্যরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় গাইবান্ধায় সবচেয়ে ব্যস্ততম মোড় ১নং ট্রাফিক মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীদের মধ্যে এসব ছাতা বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন সু-প্যালেস। 

ছাতা পেয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা রোভার, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সৃজনশীল গাইবান্ধাকে ধন্যবাদ জানান। তারা বলেন, গাইবান্ধা বর্ষা মৌসুমের শেষ সময় কখনো রোদ কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি হচ্ছে।

এ সময় ছাতার খুব প্রয়োজন ছিল। আমরা দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ উদ্যোগে দায়িত্ব পালন করছি।

সৃজনশীল গাইবান্ধা'র সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ‘সৃজনশীল গাইবান্ধা সব সময় ভালো কাজে সহযোগিতা করে আসছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে যেসব ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে এই উপহার দিতে পেরে ভালো লাগল।আপনাদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা চেষ্টা করছেন আপনাদের সহায়তা করার।’এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণ, দেয়াল অঙ্কনসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে।’

মেসেঞ্জার/সিয়াম/আজিজ