ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

হৃদয় চন্দ্র তরুয়ার স্মৃতি মনে করে কাঁদলেন তার সহপাঠীরা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৭, ১৪ আগস্ট ২০২৪

হৃদয় চন্দ্র তরুয়ার স্মৃতি মনে করে কাঁদলেন তার সহপাঠীরা

ছবি : মেসেঞ্জার

শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারের পাশে দাঁড়ালেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগষ্ট) বিকেলে হৃদয় তরুয়ার পরিবারের সাথে দেখা করে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

এসময় হৃদয়ের পরিবারকে আর্থিক সহায়তা খাম দেয় তারা। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে হৃদয়ের বাবাকে আশ্বস্ত করা হয় চাকরি দেয়ার।

হৃদয়ের স্মৃতি মনে করে অশ্রুষিক্ত চোখে কাঁদলেন তার সহপাঠীরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের নাম রাখা হবে হৃদয়ের নামে বলে জানালেন তার সহপাঠীরা।

হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। বৈষম্যর বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই চাঁদগাঁও আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়। পরে গত ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।

এসময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর রেজিস্টার হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপদেষ্টা জিল্লুর রহমান, দেলোয়ার হোসেনসহ পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/মানিক/আপেল

×
Nagad