ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ১৫ আগস্ট ২০২৪

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

ছবি : মেসেঞ্জার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল দশটায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

এসময় জেলার সর্বস্তরের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। তবে শ্রদ্ধা নিবেদনের সময় কোন কেন্দ্রীয় নেতাকে দেখা যায়নি।

পরে সমাধি সৌধ কমপ্লেক্স চত্বরে একটি শোকসভা মিলাদ মাহফিলের আয়োজন করে তারা। এসময় নানা স্লোগান বক্তব্য দেন উপস্থিত নেতাকর্মীরা।

এসময় বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বলেন, যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের হত্যা, ডাকাতি, অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাড়াবো। যারা জবরদখল করে ক্ষমতা নিয়েছে তাদেরকে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতা থেকে নামাবো। আজকে শোকাবহ এইদিনে এই হোক আমাদের শপথ।

মেসেঞ্জার/অভি/আপেল