ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পাবনার চাটমোহরে যুবককে কুপিয়ে হত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:২২, ১৬ আগস্ট ২০২৪

পাবনার চাটমোহরে যুবককে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহরে জমিজমা বিরোধের জেরে হেলাল উদ্দিন (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্য করল প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১৬ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের সোহাগবাড়ি গ্রামে ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মুকাম প্রামানিকের ছেলে।

ঘটনায় গুরুতর আহতাবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুইজনকে। আহতরা হলেন, মৃত হেলালের দুই ভাই আবু মাজন ওয়াহেদ আলী।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, হেলালের আপন চাচাতো ভাই জিয়াউর রহমানের সাথে একই এলাকার গুদু প্রামানিকের ছেলে সাইদুলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে সাইদুল এবং তার লোকজন লাঠিশোঠা ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে হেলাল তার দুই ভাইসহ তাদের স্বজনরা মিলে বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আটলংকা এলাকায় মারা যান হেলাল। অপর দুইজনকে গুরুতর আহতাবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার (ওসি) সেলিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

মেসেঞ্জার/পবিত্র/আপেল