ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রির্পোটার, লালমনিরহাট

প্রকাশিত: ২০:০২, ২১ আগস্ট ২০২৪

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ছবি: মেসেঞ্জার

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার (২১ আগস্ট) দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজ টোয়েন্টি ফোর এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, একুশে টিভি'র লালমনিরহাট প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদুর রহমান মুকুল, লালমনিরহাট টেলিভিশন জানার্লিষ্ট এসোসিয়েশনের সভাপতি, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি, দৈনিক খোলাকাগজ ও ডেইলী ম্যাচেন্জারের স্টাফ রিপোটার আনিছুর রহমান লাডলা, এসোসিয়েশনের সাধারন সম্পাদক, বৈশাখী টিভি'র তৌহিদুল ইসলাম লিটন, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন, বাংলানিউজের খোরশেদ আলম সাগর, নিউজটোয়েন্টিফোর'র রবিউল হাসান, মাইটিভি'র মাহফুজ সাজু, ডিবিসি'র সুফিয়ান আল হাসান।

এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের নিন্দা জানান এবং এর সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

মেসেঞ্জার/আনিছুর/তারেক