ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

লালমনিরহাটের ৩ সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:২৫, ২২ আগস্ট ২০২৪

লালমনিরহাটের ৩ সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা

ছবি : মেসেঞ্জার

লালমনিরহাটের ৩ জন সাবেক সংসদ সদস্য দুইজন উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের ১২৮ জনের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) মামলাটি দায়ের করেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের মৃত খোকা শেখের ছেলে সহিদুল ইসলাম।

মামলায় আলোচিত বিবাদিরা হলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, লালমনিরহাট- (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাধারন সম্পাদক ও লালমনিরহাট (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাভোকেট সফুরা খাতুন রুমী, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি মোতাহার হোসেনের ছেলে মাহমুদুল হাসান সোহাগ, জেলা আওয়ামীলীগ নেতা সুমন খান, আমিনুল খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ জামান বিলাশসহ ১২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক/দুইশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দেশ ব্যাপী চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারড়ুবি গ্রামের সহিদুল ইসলামের ছেলে সুজন ইসলামকে চাপ প্রয়োগ করেন বিবাদিদের ১৬জন আওয়ামীলীগের নেতাকর্মী। দমনে না করলে সুজন তার পরিবারের ক্ষতি করার হুমকী দেয়া হয়।

তাদের অব্যাহত চাপে গত ৩০ জুলাই বাড়ি থেকে ঢাকার আশুলিয়া বাইপাইলের ভাড়া বাসায় চলে যান সুজন ইসলাম। সেখান থেকে গত আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্যদের সাথে বাইপাইল বাসস্টান্ডে যোগদান করেন সুজন ইসলাম। সেখানে গুলিবিদ্ধ হয়ে সুজন ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গনস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ওই দিনই তার মৃত্যু হয়।

ঘটনায় নিহত শিক্ষার্থী সুজন ইসলামের বাবা সহিদুল ইসলাম বাদি হয়ে লালমনিরহাট- আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনকে প্রধান করে ১২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক/দুইশত জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা আশুলিয়া থানার ওসি(তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মেসেঞ্জার/লাডলা/আপেল