ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মাদারীপুরের শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ড্রেজার ধ্বংস

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৫, ২২ আগস্ট ২০২৪

মাদারীপুরের শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ড্রেজার ধ্বংস

ছবি : মেসেঞ্জার

মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নদের শিরুয়াইল, বহেরাতলা অংশে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় তিনটি ড্রেজার জব্দ করে ধ্বংস করা হয়। ড্রেজারে থাকা জ্বালানিসহ অন্যান্য উপকরণ জব্দ করে প্রশাসন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এবং শিবচর থানা পুলিশ আড়িয়াল খাঁ নদের উৎরাইল এলাকার লিটন চৌধুরী সেতু সংলগ্ন এলাকা এবং শিরুয়াইল ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন নদ থেকে টি ড্রেজার জব্দ করে।

অভিযান টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় বালু উত্তোলকারী দূর্বৃত্তরা। পরে বালু উত্তোলনের দায়ে ড্রেজার তিনটি ধ্বংস করে প্রশাসন। জব্দ করা হয় জ্বালানি তেল।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম মালেক এবং শিবচর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, 'আমরা এর আগেও সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযান চালিয়েছিলাম। আজ (বৃহস্পতিবার) আবারও বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালাই এবং বালু উত্তোলন অবস্থায় ড্রেজার জব্দ করি।

তবে দূর্বৃত্তরা আমাদের অভিযান টের পেয়েই পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মাসব্যাপী আমাদের অভিযান চলবে।

মেসেঞ্জার/ইমতিয়াজ/আপেল