ঢাকা,  সোমবার
৩০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ঈশ্বরদীতে রাশিয়ার পতাকা দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ২৩ আগস্ট ২০২৪

ঈশ্বরদীতে রাশিয়ার পতাকা দিবস পালিত

ছবি : মেসেঞ্জার

দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে ঢাকাস্থ রাশিয়ান হাউস প্রতিনিধিদের উপস্থিতিতে ও ডিগো ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় রাশিয়ার জাতীয় পতাকা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ঈশ্বরদী স্বনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টের অভ্যন্তরে দুই দেশের জাতীয় পতাকা প্রদর্শন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়াও দিনব্যাপী আর্ট সেমিনার, কুইজ প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, পুরষ্কার বিতরণ, কেক কাটা সহ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যান্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের আয়োজনে ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষনা অধ্যাপক ডঃ রমিত আজাদ, রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়চেনকভ, ঢাকাস্থ রুশ দূতাবাসের সাবেক মন্ত্রী- কাউন্সিলর আন্দ্রে স্টারকভ, রুবলিভা উলিয়ানা, খায়রুল গ্রুব অব লিমিটেড এর পরিচালক আলহাজ্ব খায়রুল ইসলাম সহ অন্যান্যরা। ডিগো ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালক ইঞ্জিনিয়ার হাসান ইমাম।

স্থানীয় প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক, সাংবাদিক সহ শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এসময় অতিথিগন রাশিয়ান পতাকা দিবসের ইতিহাস এবং পতাকার তিনটি রঙের তাৎপর্য ব্যাখ্যা করেন। 

এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রাশিয়ান সংস্কৃতি, শিল্প এবং জনজীবন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং রাশিয়ান হাউসের পরিচালক আন্তরিকতার সাথে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেন। তরুণ শিক্ষার্থীরা রাশিয়ার প্রতি তাদের শ্রদ্ধাশীল ভালবাসা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধকালীন সময় থেকে রাশিয়া বাংলাদেশের পরম বন্ধুত্বের পরিচয় দিয়েছে। সর্বশেষ বাংলাদেশের প্রথম রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরীর মধ্য দিয়ে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

মেসেঞ্জার/সবুজ/তারেক