ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১৫ 

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ২৩ আগস্ট ২০২৪

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১৫ 

ছবি : মেসেঞ্জার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার নৈকাঠি এলাকায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

তিনি জানান, এতে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৈকাঠি এলাকার জোমাদ্দার বাড়ির পুকুরে ডুবে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

মেসেঞ্জার/মিঠুন/আপেল